ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পা দিয়ে লিখেই এইচএসসি পাশ

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
পা দিয়ে লিখেই এইচএসসি পাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: কোনো বাধাই তাকে আটকাতে পারেনি। সব বাধা অতিক্রম করে পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছেন প্রতিবন্ধী মেহেদী হাসান।



তিনি টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৩ পেয়ে পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

মেহেদী ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের মাধববাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মা হোসনে আরা একজন গৃহিণী।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গর্ভকালীন ত্রুটির কারণে জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী মো. মেহেদী হাসান। তার দু’টি হাতই  অকেজো। ছোট বেলা থেকে তিনি সংগ্রাম করে পা দিয়ে লেখাপড়াসহ অন্যান্য কাজে অভ্যস্ত হন।

মেহেদী হাসান বাংলানিউজকে জানান,  উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে। এজন্য কখনো নিজেকে প্রতিবন্ধী মনে হয় না।

মেহেদী হাসানের প্রিয় খেলা ফুটবল। অবসর সময়ে তিনি ফুটবল খেলেন।

মেহেদীর বাবা মোজাম্মেল হক বলেন, মেহেদীকে সব সময় পড়ালেখার ব্যাপারে উৎসাহিত করি। কোনো অভাব তাকে বুঝতে দেই না। ওকে লক্ষ্যে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করবো।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ