ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিভাগে ১৬তম সিরাজগঞ্জের ধানগড়া ফাজিল মাদ্রাসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
রাজশাহী বিভাগে ১৬তম সিরাজগঞ্জের ধানগড়া ফাজিল মাদ্রাসা

ঢাকা: ২০১৪ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ভাল ফলাফল করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া ফাজিল মাদরাসা। রাজশাহী বিভাগের সেরা ২০ তালিকার ১৬ তম স্থান অর্জন করেছে এ মাদ্রাসাটি।



বুধবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর মাদ্রাসা থেকে ৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে সবাই। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮জন।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রইছ উদ্দীন বাংলানিউজকে মোবাইল ফোনে বলেন, এ অর্জন আমাদের জন্য গর্বের। নিয়ম-শৃংখলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অনেক প্রতিকূলতার মাঝেও এ ফলে আমি সন্তুষ্ট। চলতি বছরের দাখিল পরীক্ষায়ও ছাত্র-ছাত্রীরা জিপিএ-৫সহ ভাল ফল করেছে।

আগামীতে শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুত করার মাধ্যমে শতভাগ সাফল্য পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এবার মাদ্রাসা বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৭,৫৬০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০৫,৮৪৯জন। পাস করেছে ৯৯ হাজার ৫৮১জন পরীক্ষার্থী। দেশ সেরা হয়েছে ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা।


গতবার(২০১৩) মাদরাসা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৭৭ শতাংশ। গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ