ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শোক র‌্যালি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
বাকৃবিতে শোক র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পৃথক শোক র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শোক র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সকাল ৯টার দিকে শোক র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল দুটি পরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পূর্ব ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক অবিলম্বে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এসে ফাঁসির দাবি জানান।

সবশেষে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যাল প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ