ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শোক দিবসে ঢামেকে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
শোক দিবসে ঢামেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ফাইল ফটো

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেওয়া হয়।



ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বাংলানউজকে বলেন, সরকারি নির্দেশনা ‍অনুযায়ী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

বহির্বিভাগে ১৬৭ জন ও জরুরি বিভাগে ৫৮ জন রোগী বিনামূল্যে সেবা নিয়েছেন। এরমধ্যে ৯জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়েছেন।

এ সময় ঢামেকের বিভিন্ন বিভাগের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ