ঢাকা: বেসরকারি স্কুল ও কলেজে নিয়োগের জন্য দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।
বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে জানান, পরীক্ষার ফলাফল টেলিটকের ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd) পাওয়া যাবে।
এছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) স্কুল-কলেজে নিয়োগের জন্য গত ৩০ ও ৩১ মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে।
স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৪ লাখ ৪১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী আবেদন
করে।
এর মধ্যে রয়েছে স্কুল পর্যায়ে ২ লাখ ৭৩ হাজার ৯৩৪ জন, স্কুল পর্যায়-২-এ ২১ হাজার ৪৩১ জন আর কলেজ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৬১৪ জন।
স্কুল পর্যায়ে দুই লাখ ২৩ হাজার ৩৭ জন, স্কুল পর্যায়-২-এ ১৬ হাজার ৯৮৩ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ১৬ হাজার ৯৪২ জনসহ মোট তিন লাখ ৫৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
স্কুল পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৮৪০ জন, স্কুল পর্যায়-২-এ ২ হাজার ২১১ জন ও কলেজ পর্যায়ে ৪৭ হাজার ২৪৬ জনসহ মোট এক লাখ ১৩ হাজার ২৯৭ জন।
স্কুল পর্যায়ে পাসের হার ২৮ দশমিক ৬২ শতাংশ, স্কুল পর্যায়-২-এ ১৩ দশমিক ০১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৪০ দশমিক ৩৯ শতাংশ।
এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্য়ায়ে ২৩টি, স্কুল পর্যায়-২-এ ২৪টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৮২টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।
বাংলাদশে সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট, ২১, ২০১৪/আপডেট ১৬৫৬, ১৮৪৬ ঘণ্টা