জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাবি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থার অর্ধশত সাংবাদিক ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন বলেন, সম্প্রচার নীতিমালা প্রণয়ণের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি অপকৌশল। যত দ্রুত সম্ভব এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিতে হবে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে জাবি প্রেসক্লাবের সহসভাপতি মাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদুর রহমান হিমেল, কোষাধ্যক্ষ তানজিদ বুসনিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকরা একটি মৌন মিছিল করেন। মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মহুয়া চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪