ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে শেষ হলো দুই দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ার নব্য উদারবাদ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার।
শনিবার দুপুরে সেমিনারের ছয়টি অধিবেশনের মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন এবং দেশ-বিদেশের বিশিষ্টজনের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি টানা হয়।
সেমিনারটির আয়োজন করে ‘বাঙলার পাঠশালা’।
ভারতের কলকাতা ও দিল্লি থেকে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্ব সেমিনারে বক্তব্য রাখেন।
শনিবারের ছয় অধিবেশনে সভাপতিত্ব করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোফাখখারুল ইসলাম, বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক কেএম সা’দউদ্দিন, ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রতন খাসনবিশ ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।
সেমিনারে বক্তারা বলেন, নব্য উদারবাদের ফলে ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিবরা আরও গরিব হচ্ছে। কেননা এটি দেশের ভেতরে যেমন আয় ও সম্পদের বৈষম্য বাড়াচ্ছে, তেমনি সারা বিশ্বে সৃষ্টি করছে এক ধরনের অসম প্রতিযোগিতা। ফলে সুবিধাভোগী শ্রেণি বেশি সুবিধা পাচ্ছে এবং দরিদ্ররা আরও বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বৈশ্বিক পরিবেশের দিকটি নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। একটি দেশের শিল্পায়নের ফলে অপর দেশের জলবায়ু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে বিশ্বজনমত গড়ে তোলার সময় এসেছে।
যেসব কথিত উন্নত রাষ্ট্র বৈশ্বিক উষ্ণতা বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে, তাদের ব্যাপারে বিশ্বকে সচেতন হতে হবে বলেও মত দেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪