ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু বুধবার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু বুধবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)  প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার।   

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



পরদিন বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১৪ টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে ৯১০টি আসনের জন্য ৫১১৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৬ জন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।