ঢাকা: কৃষি সাংবাদিকতা বিষয়ে পূণাঙ্গ কোর্স চালুর লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন।
সমঝোতা স্মারক সই হওয়ার সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। আর এ বিষয়ে (কৃষির বিষয়ে) গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা নিতে হবে। সে জন্য এই ধরনের কোর্স বেশ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সময়োপযোগীও বটে।
আর তাই এই ধরনের কোর্স দেশে কৃষি সাংবাদিকতার বিকাশে ও কৃষি উন্নয়নে কাজে আসবে বলেও মত দেন তিনি।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪