ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সপ্তাহব্যাপী সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
‘সুন্দরবন: তেল জলের সমাধি' শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে শুরু হওয়া প্রদর্শনী পুরো ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একসপ্তাহ ধরে চলবে।
এর আগে গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে একটি তেলবাহী জাহাজ ডুবে যায়। এতে ওই নদীসহ সুন্দরবনের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে।
আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তিন দফা দাবি তুলে ধরে ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২৯১৪