ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কারমাইকেলে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কারমাইকেলে বিক্ষোভ

রংপুর: অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে করেজের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।



এ সময় কার্যত প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন করেজের ছাত্র নোমান। অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ছাত্র ফেডারেশনের কলেজ শাখার আহবায়ক রনি, ছাত্রফ্রন্ট কলেজ কমিটির সহ-সভাপতি মোসলেহ উদ্দিন,

কলেজের ছাত্র রাশিদুল, লিংকন, মোহন, দুর্গা প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।