ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক বিসাগ কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক বিসাগ কর্মশালা

ঢাকা: জার্মানিতে অবস্থানরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন জার্মানি (বিসাগ) আয়োজন করতে যাচ্ছে জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক একাধিক সেমিনার এবং কর্মশালা।

এসব সেমিনার ও কর্মশালায় জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য এবং জার্মান ভাষা বিষয়ক তথ্য তুলে ধরা হবে।


 
শুধু জার্মানিতে উচ্চশিক্ষার্থে আগ্রহী ছাত্রছাত্রীরা নয়, বরং উচ্চশিক্ষায় বিদেশ যেতে ইচ্ছুক সব শিক্ষার্থীরা এ কর্মশালাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে লাভবান হতে পারবেন।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জার্মানিতে অবস্থানরত সফল ব্যক্তিত্ব, বিসাগের প্রতিষ্ঠাতা পরিচালক, জার্মানির ডায়েরি এবং জার্মানির পথে-র লেখক আদনান সাদেকসহ জার্মান প্রবাসী অন্যান্য বিসাগ সদস্যরা।
 
তিন পর্বে বিভক্ত সেমিনারে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি থাকবে বিভিন্ন প্রশ্ন করার সুযোগও।
 
সেমিনারগুলো অনুষ্ঠিত হবে রুয়েট (২৬ ডিসেম্বর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম (২৮ ডিসেম্বর), ঢাকা পাবলিক লাইব্রেরি মিলনায়তন (২৯ ডিসেম্বর) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (৫ জানুয়ারি)।
 
সেমিনার সংক্রান্ত বিস্তারিত তথ্য (www.bsaagweb.de) এই সাইটে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।