ঢাকা: কোনো শর্ত ছাড়া জানুয়ারির মধ্যে পে-স্কেলে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী মহাঐক্যজোট।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী মহাঐক্যজোট।
মানবন্ধনে সংগঠনের সভাপতি ও প্রধান সমন্বয়কারী মো. বছির উদ্দিন বলেন,বেসরকারি শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করে না। আমরা সব ধরনের ভয়কে উপেক্ষা করে শুধু আমাদের ন্যায্য দাবি আদায় করে ঘরে ফিরতে চাই।
এছাড়াও পে-স্কেল বাস্তবায়নের আগে নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তিকরণ করা এবং চাকরি জাতীয়করণজনিত ছাড়া প্রতিষ্ঠানের অংশ সরকারকে না দেওয়ার দাবিও জানান শিক্ষকরা।
দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে বলেও মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, কেএম, আব্দুল কাদের ভূঁইয়া, আব্দুস সামাদ জাহেদী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪