ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে সাভারে মানববন্ধন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে সাভারে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে সাভারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে কয়েকশ’ সাধারণ শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি মাসুক হেলাল অনিকসহ মানববন্ধনে অনেকে বক্তব্য রাখেন।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে যে সব শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে মানববন্ধনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁসিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।