ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লিডিং ইউনিভার্সিটি আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
লিডিং ইউনিভার্সিটি আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: যুক্তির আলোয় উদ্ভাসিত হোক প্রিয় শিক্ষাঙ্গণ- এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ৫দিনব্যাপী আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগীতা।

প্রথম বারের মতো ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে লিডিং ইউনিভার্সিটি ডিবেডিং ক্লাব।



প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

রোববার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ার ক্যাম্পাসের ৬০৪নম্বর কক্ষে প্রতিযোগীতার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটি ডিবেডিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মাদ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটির ৭টি বিভাগের মোট ১৬টি দল অংশ নেন। এদের মধ্য থেকে বিজয়ী ৮টি দল ৩০ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে অংশ নেবে।

প্রথম পর্বের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ রেজাউল করিম, ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়ার প্রভাষক রেদওয়ান রেজা ও ফরহাদ হোসেন সুমন।

আগামী ১ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।