ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সেরা ১০ বিদ্যালয়, শীর্ষে মনিপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রাথমিক সেরা ১০ বিদ্যালয়, শীর্ষে মনিপুর ছবি: জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গতবারের মতো এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলে শীর্ষে রয়েছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে মতিঝিল এলাকার ন্যাশনাল আইডিয়াল স্কুল।



এছাড়াও পর্যায়ক্রমে শীর্ষে রয়েছে, ক্যান্টনমেন্ট মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা শামুসল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, ডেমরা একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

মঙ্গলবার সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন।

পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।


প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৯২, জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৪১ জন এবং এবতেদায়ীতে পাস ৯৫.৯৮। জিপিএ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন।
 ‍
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।