ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে শীর্ষে পরীক্ষণ বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রাথমিকে শীর্ষে পরীক্ষণ বিদ্যালয় ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরীক্ষায় পাশের শীর্ষে রয়েছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। এ বছর শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ।



দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার ৯৯ দশকি ৫৬ শতাংশ। তৃতীয় স্থানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়া, পর্যায়ক্রমে পাশের শীর্ষে রয়েছে- নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ৯৮ দশমিক ১১ শতাংশ। নন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার ৯৫ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার ৯৪ দশমিক ৯৯ শতাংশ। এনজিও পরিচালিত বিদ্যালয়ের পাশের হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ ও আনন্দ স্কুলের পাশের হার ৮৭ দশমিক ৫৪ শতাংশ।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাশের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। রিপিটার শিক্ষার্থীদের পাশের হার ৯৪ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। সে অনুলিপি থেকে এ তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।