ঢাকা: জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) ৩০ শতাংশ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জার্মানি থেকে। জার্মানির অধিবাসী এ শিক্ষকরা সরাসরি এ বিশ্ববিদ্যালয়ে পাঠদান করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার সাইফুল খন্দকার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিইউবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ খন্দকার বলেন, সম্প্রতি দেখা গেছে, বাংলাদেশের তরুণ মেধাবীদের একটি বড় অংশ জার্মানিতে লেখাপড়ার জন্য পাড়ি জমাচ্ছেন। জার্মানির শিক্ষকদের মাধ্যমে সেরকম মানসম্পন্ন শিক্ষাদানের জন্য আমরা এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছি। এতে করে মেধাবীরা যেমন বিদেশে পাড়ি জমাবেন না, তেমনি অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করা সম্ভব হবে।
গাজীপুরের তেলিপাড়ায় জিইউবি’র স্থায়ী ক্যাম্পাস করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিইউবি’র প্রথম ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম মওলা, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, তৃতীয় ভাইস চেয়ারম্যাস সৈয়দ
মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫