ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এজন্য আগামী ৯ ফেব্রুয়ারি যশোরে আসবেন তিনি।



শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্টপ্রতি যবিপ্রবিতে আসতে সম্মতি দিয়েছেন। ফলে সমাবর্তন অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি যশোরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যবিপ্রবির রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুর রশিদ, পরিচালক (পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, গণসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল, উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।