ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ভর্তি পরীক্ষার দাবিতে ছাত্রজোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বেরোবিতে ভর্তি পরীক্ষার দাবিতে ছাত্রজোটের মানববন্ধন

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরুর দাবিতে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীসহ সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নেন।



বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আহমেদ নাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যুগেশ ত্রিপুরা, ডিএম এর শিক্ষার্থী রুহুল আমিন, বাংলা বিভাগের মনোয়ারা বেগম, ইংরেজি বিভাগের রক্তিম মিলন, রাষ্ট্রবিজ্ঞানের মশিউর রহমান বিশ্বাস প্রমুখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেম উদীচী শিল্পীগোষ্ঠী, বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কুমার সুমন।

বক্তারা বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা শেষ হলেও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার সময়সূচী আজ পর্যন্ত ঘোষণা করা হয় নাই। এতে প্রায় ৯০ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভবিষ্যত জীবন অনিশ্চিত অবস্থায় রয়েছে। অচলাবস্থার সুযোগ নিয়ে এখানকার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা ভর্তি পরীক্ষাকে জিম্মি করে তারা তাদের সুবিধা আদায় করতে চাইছে। এজন্য তারা উপাচার্যকে দায়ী করেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দ্রুত নিষ্পত্তি করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য গত বছরের ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষক সমিতির আন্দোলনের মুখে তা স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।