ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির হলে আগুন দেওয়ার চেষ্টা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ঢাবির হলে আগুন দেওয়ার চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের অতিথি কক্ষে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। কক্ষটিতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।



সোমবার বেলা পৌনে চারটার দিকে আগুন লাগানোর এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি হল প্রশাসন।

আগুনে অতিথি কক্ষের একটি সোফার পুরোটা পুড়ে গেছে। আরও কয়েকটি সোফাসহ ক্ষতিগ্রস্ত হয় কক্ষের দেয়ালও।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে চারটার দিকে হঠাৎই অতিথিকক্ষের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ভেতরে গিয়ে দেখা যায় একটি সোফা দাউদাউ করে জ্বলছে। পরে হল কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শিক্ষার্থীরা।

এদিকে আগুন নেভানোর জন্য পানি ঢালা হলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ পানির ওপরে ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ওই কক্ষ থেকে প্লাস্টিকের একটি ২৫০ মিলির বোতল উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের ধারণা এই বোতলে করেই কেউ দাহ্য পদার্থ নিয়ে এসে আগুন লাগাতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে কবি জসীম উদদীন হল প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে হলে এখনো যাইনি।

আগুন লাগার ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।