ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাফনের কাপড় বেঁধে ভর্তি পরীক্ষার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
কাফনের কাপড় বেঁধে ভর্তি পরীক্ষার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন বাংলার মুখ।



রংপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মৌন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাংলার মুখ-এর সভাপতি ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান জানান, দেশের  প্রায় ৯১ হাজার শিক্ষার্থী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। কিন্ত আজও ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি।

অবিলম্বে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।