ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সহিংসতার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সহিংসতার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: হরতাল-অবরোধের নামে সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।



বেরোবির ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদে’র উদ্যোগে  এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান এবং সদস্য সচিব ড. পরিমল চন্দ্র বর্মণ ছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- রংপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট দিলশাদ হোসেন মুকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক নিধুরাম অধিকারী, স্থানীয় নাগরিক কমিটির সভাপতি এমদাদুল হক, বেরোবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।