ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার পরীক্ষা নিয়ে সংশয়, ১ম দিন অনুপস্থিত ৭১৭৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রোববার পরীক্ষা নিয়ে সংশয়, ১ম দিন অনুপস্থিত ৭১৭৭ ছবি : ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের মধ্যে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছয়টি বিষয়ের পরীক্ষা রয়েছে।

তবে রোববার (০৮ ফেব্রুয়ারি) হরতাল ডাকায় ওই দিনের পরীক্ষা নিয়ে ফের সংশয়ের সৃষ্টি হয়েছে।

পরীক্ষার প্রথম দিন বিভিন্ন বোর্ডে অনুপস্থিত ছিল সাত হাজার ২শ’ ৭৭ জন পরীক্ষার্থী।

অসদ‍ুপায় অবলম্বনে ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কারিগরি বোর্ডে তিনজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।

পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে ৭শ’ ৪২ জন, কুমিল্লায় ৫শ’ ১৫ জন, যশোরে ৪শ’ ৩২ জন, রাজশাহীতে ৪শ’ ১২ জন, চট্টগ্রামে ২শ’ ১৭ জন, সিলেটে ১শ’ ৮৮, বরিশালে ১শ’ ৮৪ ও দিনাজপুর বোর্ডে ৪শ’ ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ‍দুই হাজার ৭শ’ ৭০ ও কারিগরি বোর্ডে এক হাজার ৩শ’ ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ঢাকা ও মাদ্রাসা বোর্ডে চারজন করে ও কারিগরি বোর্ডে ১১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ উপসচিব গৌতম কুমার বলেন, অবরোধ-হরতালের মধ্যে অনুপস্থিতির এ হার ‘স্বাভাবিক’।

প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিয়ে শুক্রবার সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। টানা হরতালে দুই দফা পেছানোর পর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আটটি সাধারণ বোর্ডে এদিন এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি; কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল ও বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা হয়।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ছিল কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা।

এসব পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে পরীক্ষা পেছানো হয়।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২শ’ ৬৬ জন শিক্ষার্থী।

শনিবার ৬ বিষয়ের পরীক্ষা
হরতালের কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি পেছানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।  

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।

আর মাদ্রাসা বোর্ডে হবে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) ও ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার চট্টগ্রামের সরকারি কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরিদর্শনে যাবেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ ফেব্রুয়ারি রাজধানীতে সভা করতে না পেরে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববারের পরীক্ষার সিদ্ধান্ত শনিবার
রাজশাহীতে হামলার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক শিবির নেতার মৃত্যুর পর রোববার (০৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী হরতাল ডেকেছে সংগঠনটি।

রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।

অবরোধের মধ্যে হরতালে প্রথম দু’দিনের পরীক্ষা পেছানোর পর তৃতীয় দিনের এসব পরীক্ষা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রোববারের পরীক্ষার বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।

আর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র, কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) এবং সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।