ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা না দেওয়ার আহবান

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা না দেওয়ার আহবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা না দেওয়ার জন্য হরতাল-অবরোধকারীদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন ও ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি বারবারা উইক হ্যাম।

প্রধান অতিথির বক্তব্যে হরতাল-অবরোধকারীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা সৃষ্টির মাধ্যমে দয়া করে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ আজকে যারা শিক্ষার্থী আগামী ৩০/৪০ বছর পর তারাই দেশকে নেতৃত্ব দেবেন। এখন যদি তারা ভয়-আতঙ্কের মধ্যে বেড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে এর খেসারত দিতে হবে।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।