ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ‘এগ্রি-ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট’

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বাকৃবিতে ‘এগ্রি-ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট’

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘পদচিহ্ন’ ‘এগ্রি-ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।



২০ মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিযোগীরা আলোকচিত্র জমা দিতে পারবেন। প্রতিযোগীরা প্রকৃতি, জীবন-যাপন ও বিজ্ঞান বিষয়ক ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনটি আলোকচিত্র পাঠাতে পারবেন।

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিষয়ে পড়ুয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশের যেকোন স্থান থেকে ফেসবুকের (www.facebook.com/ButterflyFilmProduction ) মাধ্যমে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। আলোকচিত্র পাঠানো ও অন্যান্য নিয়মাবলী ওই ফেসবুক পেজে দেওয়া রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।