ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বসন্ত উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
জাবিতে বসন্ত উৎসব

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।



উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রকৃতি আমাদের যাপিত জীবনের নিত্যসঙ্গী। মানুষ, সমাজ, সংস্কৃতির মতো পরিবেশ-প্রকৃতিও বদলায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ভিন্নরূপে আমাদের সামনে উপস্থিত হয়। বসন্ত আসে অনুপম আনন্দ নিয়ে।

এ সময়ে ফুল ফোটে একইসঙ্গে পাতাও ঝরে, আবার সবুজ সতেজতায় নতুনভাবে পল্লবিত হয় গাছ-গাছালি।

তিনি বলেন, বসন্ত পুরাতন, জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন শক্তিতে নতুন রূপে আবির্ভূত হওয়ার শিক্ষা দেয়। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।

এছাড়াও বাংলা সংসদের সহ-সভাপতি মাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।