ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর আব্দুল মজিদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রফেসর আব্দুল মজিদ তার দায়িত্ব গ্রহণ করেন।

 

প্রফেসর আব্দুল মজিদ বিভিন্ন সময়ে শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে তিনি ২০১২ সালের ৬ আগস্ট থেকে ১৮ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত যশোর বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০০৯ সালের ১৮ মে থেকে ওই বছরের ১ নভেম্বর পর্যন্ত এবং ২০১২ সালের ২২ জুলাই থেকে একই বছরের ৬ আগস্ট পর্যন্ত তিনি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া প্রফেসর আব্দুল মজিদ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক (হিওনি) দায়িত্ব পালন করেন। প্রফেসর আব্দুল মজিদ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালিত মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

এছাড়া প্রফেসর আব্দুল মজিদ যশোর সরকারি এমএম কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।