রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসএসসি’র গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে।
তবে পরীক্ষায় নকলের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ জানান, পরীক্ষা চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরীক্ষায় নকল করার দায়ে বোর্ডের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতদের পাঁচ জনই বগুড়া জেলার বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থী।
শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২১৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ২৬ হাজার ২৯ জন পরীক্ষার্থী। বাকি ৩৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫