ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছাত্রদলের মিছিল, আটক ৩

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাবিতে ছাত্রদলের মিছিল, আটক ৩

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনিদির্ষ্টকালের ধর্মঘটের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। মিছিলের পর ক্যাম্পাস থেকে ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ।



রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শামসুদ্দিন চৌধুরী সানিন, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ ও শের-ই-বাংলা ফজলুল হক হলের যুগ্ম আহ্বায়ক মিঠু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ক্যাম্পাসে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিলটি কিছুদূর গিয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট দিয়ে ক্যাম্পাস ছাড়ার সময় ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ।
  
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, নাশকতায় জড়িত সন্দেহে ছাত্রদলের তিন নেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।