ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

৩৫তম বিসিএস: ১ মার্চের মধ্যে শ্রুতিলেখকের আবেদন

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, ফেব্রুয়ারি ২২, ২০১৫
৩৫তম বিসিএস: ১ মার্চের মধ্যে শ্রুতিলেখকের আবেদন

ঢাকা: ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক নিয়োগের জন্য আগামী ১ মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ৬ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর‌্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



রোববার(ফেব্রুয়ারি ২২, ২০১৫) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদেরকে শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অর্ডিন্যান্স অনুযায়ী অনুমোদিত লেখক ছাড়া পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

শ্রুতলেখকের শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, শ্রতিলেখক বর্তমানে অধ্যায়নে থাকলে তার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রত্যায়নপত্রের সত্যায়িত কপি এবং প্রার্থীর চিকিৎসকের প্রত্যায়নপত্র নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে হবে।

৩৫তম বিসিএসে এবার সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৭৩ জন, চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন, খুলনায় ১৪ হাজার ৭৮ জন, বরিশালে ৫ হাজার ৭২৯ জন, সিলেটে ৯ হাজার ৮৫৮ জন এবং রংপুরে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী রয়েছে।

বিসিএস বিধিমালা সংশোধনের পর গত ২৩ সেপ্টেম্বর নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং এক ঘণ্টার এমসিকিউ দুই ঘণ্টা নেয়ার কথা।

এবার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা অনুযায়ী, প্রতি পদের জন্য ১৩৫ জন প্রার্থী লড়বে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।