বগুড়া: বগুড়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু সুফিয়ান।
এ সময় অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌলা-খাঁন, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, শিক্ষা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. আল মামুন সরদার, জয়নুল আবেদীন, আনার কলি ও মো, রবিউল ইসলামকে ‘বেস্ট টিচার’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫