ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্য’র ওয়েবসাইট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
জাবি উপাচার্য’র ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা: নিজের নামেই ওয়েবসাইট তৈরি করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে www.farzanaislam.info নামে ব্যক্তিগত এ ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইটটির উদ্বোধন করেন।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি’র (জেইউআইটিএস) তত্ত্বাবধানে ওয়েব সাইটটি তৈরি হয়েছে।
 
দেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন, কর্মজীবন ও বিভিন্ন অর্জন বিষয়ে নানা তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হবে।

অধ্যাপক আবুল খায়ের বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম উদাহরণ হয়ে থাকবেন। তাকে নিয়ে এই ওয়েবসাইট তৈরি একটি অন্য রকম উদ্যোগ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, আইটি বিভাগের পরিচালক ও জেইউআইটিএস-এর মডারেটর অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারি, প্রফেসর ড. মোহাম্মদ শরিফউদ্দিন, সংগঠনের সভাপতি একরামুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।