বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় দাখিল পরীক্ষায় শিক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে আবু রায়হান নামের মাদ্রাসা শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক দুপচাঁচিয়া দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা (ডিএস) কেন্দ্রে পরীক্ষায় কক্ষ পরিদর্শক ছিলেন। তিনি উপজেলার দেবখণ্ড সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার সহকারী মাওলানা।
পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বাংলানিউজকে জানান, ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আবু রায়হান ৯ নম্বর কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালন করার ফাঁকে তিনি এক শিক্ষার্থীকে নকল সরবরাহের সময় কেন্দ্রের দায়িত্বে থাকা ভিজিল্যান্স টিমের সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র প্রামাণিক তাকে আটক করেন। পরে ইউএনওকে বিষয়টি অবগত করে তাকে থানা হেফাজতে দেওয়া হয়।
পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খান শিক্ষক আবু রায়হানের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ দেন। এসময় অভিযুক্ত শিক্ষকের পরিবারের লোকজন ২০ হাজার টাকা জরিমানা দেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫