ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ভর্তি শুরু রোববার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
নোবিপ্রবিতে ভর্তি শুরু রোববার

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম রোববার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত।



শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কারণে এর আগে দুইবার ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়।

তবে ভর্তির আগে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের আবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ সঙ্গে আনতে হবে।

প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি বাবদ ‘এ’ ও ‘বি’ গ্রুপের জন্য আনুমানিক ১৯ হাজার টাকা, ‘সি’ গ্রুপের জন্য আনুমানিক ১৭ হাজার টাকা এবং ‘ডি’ গ্রুপের জন্য আনুমানিক সাড়ে ১৭ হাজার টাকা লাগবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা নেই।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।