ঢাকা: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গণবিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৩ মার্চ (শুক্রবার) সাভারের স্থায়ী ক্যাপাসে অনুষ্ঠিত হবে।
রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকা মূল্যের আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে এ ফরম সংগ্রহ করে ১১ মার্চের মধ্যে জমা দিতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা ১৩ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
গণবিশ্ববিদ্যালয়ে বছরে দুইবার শিক্ষার্থী ভর্তি করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বাংলানিউজকে বলেন, এবার ১৬টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫