সিলেট: লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।
রোববার (০১ মার্চ) সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিজিৎ রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজিৎ এর নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মৌলবাদ ও জঙ্গিবাদের কালো থাবা বিস্তারের অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে।
সমিতির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়াসহ দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অভিজিৎ নিহত হন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫