ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
জবি উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদীচী সংসদের গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে উদীচীর কক্ষে অনুষ্ঠিত হয়।



প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এতে বিচারক হিসেবে ছিলেন জবির সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান, উদীচী কেন্দ্রীয় সংগীত সম্পাদক সুরইয়া পারভীন ও জবি উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো: মইদুল হক, দ্বিতীয় ইসরাত জাহান মীম এবং তৃতীয় হয়েছেন দেবাশীষ শর্মা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সনদ দেওয়া হয়।

এ ব্যাপারে জবি উদীচীর সভাপতি হেদায়েত বাবু বলেন, জাতীয় গণসংগীত প্রতিযোগিতার অংশ হিসেবে উদীচী, জবি সংসদ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এখান থেকে বিজয়ীরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি উদীচীর সাধারণ সম্পাদক হাফিজা আক্তার ঝুমা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।