জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৪৪তম ব্যাচের নবীনবরণ ও ৩৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার।
বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জেবউননেছা, প্রভাষক সাহিবা মাহবুব, মাহফুজুর রহমান প্রমুখ।
অধ্যাপক এম. আবুল কাশেম মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ শেষে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি নবীন শিক্ষার্থীদের মেধা-মননকে কাজে লাগিয়ে দেশের সেবা করার আহ্বান জানান।
মূল অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এএ