গাইবান্ধা: গাইবান্ধায় এসএসসি ও এইচএসসি পাস ২৪ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে জেলা সার্ভার স্টেশন সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ১৮ হাজার টাকার একটি করে চেক তুলে দেন জেলা প্রশাসক এহছানে এলাহী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর ইসলাম প্রামাণিক, সংস্থার পরিচালক মো. মোখলেছুর রহমান, সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, গ্রাম উন্নয়ন কর্মের পরামর্শক খোরশেদ আলম, উপ-পরিচালক মো. আনিছুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
গ্রাম উন্নয়ন কর্মের (গাক) পক্ষ থেকে এই বৃত্তি প্রদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন বলেন, যে সমস্ত শিক্ষার্থী বৃত্তির পেয়েছে, তারা যদি পরবর্তী পাবলিক পরীক্ষায় আবারও ৪ থেকে ৪.৯৯ রেজাল্ট করতে পারে তাহলে গ্রাম উন্নয়ন কর্ম এর পক্ষ থেকে আবারও তাদের বৃত্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৫
আরএ