ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ এর ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।



বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ ভোটগ্রহণ হয়।
 
এবারের নির্বাচনে ৩৫৯ জন শিক্ষকের মধ্যে ৩২৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে বলে দাবি করেছেন বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু।

এজন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ