ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢামেকে মাদকাসক্ত নেপালি শিক্ষার্থীর মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ঢামেকে মাদকাসক্ত নেপালি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়: মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের ফলে রুদ্র প্রতাপ নামে ইব্রাহিম মেডিকেল কলেজের এক নেপালি শিক্ষার্থী মারা গেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল হলে থাকতেন।



শুক্রবার (২৯ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাবির ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুদ্র’র এক সহপাঠীর মাধ্যমে খবর পেয়ে তাকে রুম থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তার শরীরে মাদকের অস্তিত্ব পান। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য রুদ্র প্রতাপের মরদেহ ঢামেকের মর্গে নেওয়া হয়েছে।

প্রভোস্ট আরও জানান, সে এর আগেও একাধিকবার মাদক নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। বিষয়টি তার অভিভাবকদের জানানো হয়েছিল। নেপাল হাইকমিশনের মাধ্যমে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৯, ২০১৫/ আপডেট: ১৬৪৫ ঘণ্টা
এসএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ