যশোর: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ঘোষিত ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ৮৪.০২ শতাংশ। গতবছরের তুলনায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে।
এ বছর বোর্ডে এক লাখ ২৮ হাজার ১৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এক লাখ ৭ হাজার ৬৯৮ জন পাস করেছে। এদের মধ্যে ৬৫ হাজার ৫৩৭ জন ছেলে এবং ৬২ হাজার ৬৩৮ জন মেয়ে। এছাড়াও বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৮১ জন।
চলতি বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২৪৩টি কেন্দ্রে দুই হাজার ৪৭১টি বিদ্যালয়ের এক লাখ ২৮ হাজার ১৭৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানে ২৭ হাজার ১৮৭, মানবিকে ৬৩ হাজার ৬৭৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ হাজার ৩১২ জন।
এবারের পরীক্ষায় সর্বমোট ছেলে ৬৫ হাজার ৫৩৭ এবং মেয়ে ৬২ হাজার ৬৩৮ জন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএইচ