ঢাকা: রাজধানীর খ্যাতনামা স্কুল হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে এবার মোট পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ। এ স্কুল থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩২ জন।
শনিবার (৩০ মে) দুপুরে সার্বিকভাবে ফল ঘোষণার পর এ তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল রানি ক্যাথরিন গোমেজ বলেন, পরীক্ষার সময় পরিস্থিতি যতটা খারাপ ছিল, সে হিসেবে অর্জিত ফলে আমরা সন্তুষ্ট। যদি দেশের পরিস্থিতি ভালো থাকতো তবে আরও ভালো ফল হতো। মাসনিক চাপের মধ্যে থেকেও যে মেয়েরা ভালো ফল করেছে তাই অনেক।
তিনি বলেন, শুক্র-শনিবার পরীক্ষা হওয়াতে শনিবারের পরীক্ষাগুলোতে পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু সব মিলিয়ে ভালোই পরীক্ষা হয়েছে। ফলাফলও ভালো হয়েছে।
এ স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ১৫১ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে পাস করেছে সবাই। যার মধ্যে ‘এ-প্লাস’ ১৫০ জন।
বাণিজ্য বিভাগে ৭১ জনের মধ্যে ৭০ জন পাস। ফেল ১ জন। ‘এ-প্লাস’ ৩৬ জন।
আর মানবিক বিভাগে ১১ জনের মধ্যে ১১ জনই পাস করেছে। এখানে ‘এ-প্লাস’ পেয়েছে ২ জন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএ/আইএ
** সিলেটে গণিতেই অকৃতকার্য বেশি