মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলার ১৫৪টি স্কুল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ১১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৫৩ শিক্ষার্থী। এ বছর জেলায় পাসের হার ৮৭ দশমিক ৫৭।
শনিবার (৩০ মে) দুপুরে জেলা সহকারী কমিশনার পূর্ণেন্দু দেব এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, এ বছর জেলায় মোট ২৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৫৪ স্কুলের মধ্যে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
ওই স্কুল থেকে এবার ২৭৩ জন শিক্ষার্থীর ২৬৯ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। ওই স্কুলের পাসের হার ৯৮ দশমিক ৫৩।
এছাড়া জেলার ১০টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর