ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে সেরা ২০ এ বরগুনার ৪ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বরিশাল বোর্ডে সেরা ২০ এ বরগুনার ৪ স্কুল

বরগুনা: ২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে বরগুনার চারটি বিদ্যালয় জায়গা করে নিয়েছে।

বিদ্যালয়গুলোর মধ্যে- পাথরঘাটা উপজেলা তাসলিমা মেমোরিয়াল একাডেমি চতুর্থ স্থানে, তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ, একই উপজেলার পি কে মাধ্যমিক বিদ্যালয় নবম ও বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ স্থানে রয়েছে।



বরগুনায় ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৭ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২১৩ জন জন। পাশের হার ৮৪ দশমিক ১৩ শতাংশ।

তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ বাংলানিউজকে বলেন, আমাদের বিদ্যালয় থেকে এ বছর ২৯ জন জিপিএ-৫ পেয়ে বরিশাল বিভাগে চতুর্থ স্থান ও বরগুনা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। ২০১৪ সালে বিদ্যালয়টির অবস্থান ষষ্ঠ ছিল। ভবিষৎ মান উন্নয়নের এ ধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।   মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। জেলা কতজন জিপিএ-৫ পেয়েছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫     
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ