নীলফামারী: দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০ এ স্থান পেয়েছে নীলফামারী জেলার তিনটি প্রতিষ্ঠান।
এর মধ্যে পঞ্চম স্থানে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, দশম স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ১৪তম স্থানে রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়।
এদিকে, বরাবরের মতো নীলফামারী জেলায় এবারও শীর্ষে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। ১১১ জন জিপিএ ৫ পেয়ে জেলায় প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ১২৪ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৩৭ জন জিপিএ ৫ পেয়ে তৃতীয় স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়।
১৩২ জন জিপিএ ৫ পেয়ে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চতুর্থ, ৩১টি জিপিএ ৫ পেয়ে পঞ্চম স্থানে ডিমলা রানী বৃন্দারানি উচ্চ বিদ্যালয়, ৫৬ জন জিপিএ ৫ পেয়ে ষষ্ঠ স্থানে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৯১ জন জিপিএ ৫ পেয়ে সপ্তম স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২৬ জন জিপিএ ৫ পেয়ে ডিমলা সরকারি উচ্চ বিদ্যালয় অষ্টম, ৬৭ জন জিপিএ ৫ পেয়ে নবম স্থানে আল ফারুক একাডেমি এবং ৮৩ জন জিপিএ ৫ পেয়ে দশম স্থানে রয়েছে জলঢাকা উপজেলার জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ সচিব ড. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, নীলফামারী জেলা থেকে ২০১৫ সালে ৭১৬৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৬৫৭২ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫১৫ জন। জেলায় পাসের হার ৯১.০৮।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি/