ঢাকা: প্রকাশিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন শিক্ষার্থীও পাস করেনি। দশটি শিক্ষা বোর্ডের ২৭ হাজার ৮১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেন।
পাশের হার শূন্য এমন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রয়েছে মাদ্রাসা বোর্ডে।
ফলাফলের তালিকায় দেখা যায়, মাদ্রাসা বোর্ডের ৯ হাজার ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। ১০ শতাংশের নিচে শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান রয়েছে ৪টি। আবার ৫০ শতাংশ পাশ করতে পারেনি এমন মোট প্রতিষ্ঠানের সংখ্যা মাদ্রাসা বোর্ডে ২৮৭টি।
সাধারণ আটটি শিক্ষাবোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৯টি।
কোনো শিক্ষার্থী পাশ করেনি, এমন ৫টি প্রতিষ্ঠান রয়েছে দিনাজপুর বোর্ডে। ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ২ টি করে।
অন্যদিকে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এবং কারিগরি বোর্ডে এ ধরনের ব্যর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা এ বছরে ৫ হাজার ৯৫ টি। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে রয়েছে ২ হাজার ৫২৩ টি। কারিগরি বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২১৩ টি।
মোট আটটি সাধারণ বোর্ডে শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৯ টি। রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি রয়েছে শতভাগ পাশ প্রতিষ্ঠান, ৯৬৯ টি। দিনাজপুর বোর্ডে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান ৩২০ টি, ঢাকা বোর্ডে ৪৭৮টি, কুমিল্লা বোর্ডে ১৭৬ টি, যশোর বোর্ডে ১৯৪ টি, চট্টগ্রাম বোর্ডে ৪০টি, বরিশাল বোর্ডে ১৪৬টি, সিলেট বোর্ডে ৩৬টি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমএন/বিএস