ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রোক্টর নিয়োগ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
বাকৃবিতে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রোক্টর নিয়োগ অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান ও অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রোক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন ভিসি দায়িত্ব পাওয়ার ঠিক ১১ দিনের মাথায় প্রশাসনিক পদে এ রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক।



তিনি জানান, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার ও সাবেক প্রোক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ অব্যাহতি চেয়ে আবেদন করলে তাদের আবেদনের প্রেক্ষিতে নতুন করে এ নিয়োগ দেওয়া হয়।

সেই সঙ্গে নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান ও প্রোক্টর হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ