ঢাকা: প্রতি বছরের মতো এবারও চলতি বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক), সমমান এবং এ-লেভেল শিক্ষার্থীদের জন্য ‘স্কিলস ফর লাইফ’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
এবার চতুর্থবারের মতো মাসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিক্ষার্থীদের প্রাথমিকভাবে পাঁচটি বিশেষায়িত শিক্ষাক্রমের যে কোনো একটির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, ক্রিয়েটিভ রাইটিং, মোবাইলে ফিল্ম মেকিং, সাংবাদিকতা এবং অ্যানিমেশন।
এছাড়া আবশ্যিক কোর্সগুলোর মধ্যে রয়েছে মুক্তহাতে লেখার শিক্ষা, কম্পিউটার শিক্ষা, উপস্থাপনা শিক্ষা, পাবলিক স্পিকিং, প্রাত্যহিক ব্যবহার্য আইন, দুর্যোগ মোকাবিলা, দীর্ঘমেয়াদি জীবনযাপন এবং অন্যান্য। কোর্স সম্পন্ন করার পর ইউল্যাব থেকে একটি সার্টিফিকেট পাবেন অংশগ্রহণকারীরা।
নিবন্ধন শেষে আগামী ২৩ জুলাই থেকে ক্লাস শুরু হবে। নিবন্ধনের বুথ খোলা রয়েছে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত জানতে যেতে হবে www.facebook.com/UlabSkillsForlife লিংকে অথবা ফোন নম্বর ০১৭৩-০০৮৭০৪১। আবেদনের জন্য লিংক: https://docs.google.com/forms/d/1PXMy9jM2R0ljdbCc56yZHK6VfX_bNGkmUDkSJFzFvaA/viewform।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আইএ